Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজতেমা মাঠে ‘ড্রোন আতঙ্কে’ আহত অর্ধশত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৪ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৯

গাজীপুর: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। তবে মোনাজাত শেষ হওয়ার আগ মুহুর্তে বিকট শব্দে মুসল্লিদের মধ্যে ‘ড্রোন আতঙ্কে’ ছড়িয়ে পড়ে। এ সময় সাংবাদিকসহ অন্তত ৭০ জন আহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত শুরু হয় ৯টা ১১ মিনিটে এবং শেষ হয় ৯টা ৩৫ মিনিটে। মোনাজাত চলাকালে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে বিকট শব্দে ইজতেমা ময়দানের স্টেশন রোড এলাকায় গ্যাস বেলুনের ওপর একটি ড্রোন আছড়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে ওই স্থানে থাকা মুসল্লিরা ছোটোছুটি করতে থাকেন। সে সময় তাদের ছোটাছুটি দেখে স্টেশন রোড ও টঙ্গী-কালীগঞ্জ সড়কে অবস্থানরত সকল মুসল্লি দৌড় দেন। এতে অনেকেই সড়কে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত মুসল্লিরা শব্দে উৎস খুঁজতে গিয়ে ড্রোনটির সন্ধান পান।

বিজ্ঞাপন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু বলেন, একটি ড্রোন আকাশে উড়ছিল সে সময় ড্রোনটি নিচে পড়ে যাওয়ায় বিকট শব্দ হয়। এতে মুসল্লিরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে মোনাজাত চলমান থাকায় মুসল্লিদের ভেতর দিয়ে ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে মোনাজাত শেষ হয়ে যায়, যার ফলে আমরা ড্রোনটি উদ্ধার করতে পারিনি এবং ড্রোনটি কার ছিল সে বিষয়টি আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না।

সারাবাংলা/ইআ

আহত অর্ধশত ইজতেমা মাঠ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর