Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ট্রলিচাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির ছাত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৭

নিহত মিম। ছবি: সারাবাংলা।

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় ট্রলিচাপায় মিম আক্তার (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। স্থানীয়রা চালককে আটক করে পুলিশে দিয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিম দেবহাটা উপজেলার কালবাড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। সে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী বলেন, মিম তার বান্ধবীদের সঙ্গে স্কুলে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ইটবাহী ট্রলি চাপা দিলে ঘটনাস্থলে মিম মারা যায়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। স্থানীয়রা ট্রলিচালক মনিরুল ইসলাম মুন্নাকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

সারাবাংলা/এসআর

ট্রলিচাপায় শিশুর মৃত্যু সড়ক দুর্ঘটনা সাতক্ষীরা

বিজ্ঞাপন

বগুড়ায় ডাকাত দলের ৭ জন গ্রেফতার
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৭

ফের বাড়ল এলপিজির দাম
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০০

আরো

সম্পর্কিত খবর