আ.লীগ নেতা ফখরুলকে গ্রেফতার দেখানো হল হত্যা মামলায়
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে তাকে কোতোয়ালী থানায় সোপর্দ করে খুলশী থানা পুলিশ। এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে নগরীর খুলশী থানার টাইগারপাস এলাকায় নেভী কনভেনশন সেন্টার থেকে তাকে আটক করেছিল পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তার ছেলের বিয়ের অনুষ্ঠানস্থল ঘেরাও করে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ সারাবাংলাকে বলেন, ‘কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার অভিযোগে ওই মামলা দায়ের করা হয়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও মামলা আছে বলে আমরা জানতে পেরেছি। সেগুলো আমরা খতিয়ে দেখছি।’
জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম সারাবাংলাকে বলেন, ‘আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’
গ্রেফতার ফখরুল আনোয়ার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। ফটিকছড়ির আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই তিনি।
শনিবার রাতে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠানে ফটিকছড়ির সাবেক দুই সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী ও খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত আছেন, এমন তথ্যের ভিত্তিতে কয়েক’শ তরুণ সেখানে ঢুকে বিক্ষোভ শুরু করেন। তারা ফখরুল আনোয়ারকে আটকে তাকে ঘিরে ধরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে খুলশী থানা থেকে পুলিশ গিয়ে ফখরুল আনোয়ারকে তাদের হেফাজত থেকে আটক করে থানায় নিয়ে যায়।
সারাবাংলা/আইসি/এমপি