Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪২ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩১

পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় আধাসামরিক বাহিনীর সদস্য এবং হামলাকারী নিহতের ঘটনা ঘটেছে

পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় কমপক্ষে ১৮ জন আধাসামরিক বাহিনীর সদস্য এবং ২৪ জন হামলাকারী নিহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আল-জাজিরায় এ সংবাদ প্রচারিত হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, বালোচিস্তানে রাতের বেলা সড়ক অবরোধ তৈরির চেষ্টা চালায় সশস্ত্র হামলাকারীরা। নিরাপত্তা বাহিনী এই অবরোধ অপসারণের সময় সহিংসতা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

পুলিশের একজন কর্মকর্তা এএফপি সংবাদ সংস্থাকে বলেন, মাঙ্গোচার শহরের কাছে একটি যানবাহন, যেখানে নিরস্ত্র ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) সদস্যরা ছিলেন, সেটি ৭০ থেকে ৮০ জন সশস্ত্র হামলাকারীর গুলিবর্ষণের শিকার হয়। এ ঘটনায় তিনজন সেনা গুরুতর আহত হন এবং দুজন কোনো রকমে রক্ষা পান।

এদিকে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। তবে তারা ১৭ জনের মৃত্যুর কথা জানিয়েছে। সামরিক বাহিনী জানায়, শনিবার (১ জানুয়ারি) পরবর্তী ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এ আরও ১১ জন হামলাকারী নিহত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছেন। বালোচিস্তান, যা ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী একটি খনিজ-সমৃদ্ধ প্রদেশ, বহু বছর ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্রস্থল। সেখানে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।

এদিকে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক পৃথক ঘটনায়, আফগানিস্তান সীমান্তের কাছে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে হামলার চেষ্টা করা হলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করে।

জানুয়ারিতে বিএলএ-র আরেকটি হামলায় ৬ জন নিহত হয়েছিল। গত বছরের নভেম্বরে সংগঠনটি সমন্বিত হামলা চালিয়ে ৩৯ জনকে হত্যা করে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী ঘটনা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী সংঘর্ষে এ বছর এখন পর্যন্ত ৩৮৩ জন সেনা ও ৯২৫ জন যোদ্ধা নিহত হয়েছেন।

সারাবাংলা/এনজে

নিহত পাকিস্তান বিচ্ছিন্নতাবাদী হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর