Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে মহাসড়কে আলু ফেলে চাষিদের প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৫ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৬

রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলা সদর এলাকায় আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

রাজশাহী: রাজশাহীর হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছেন কৃষকেরা। রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলা সদর এলাকায় আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন। অনেকে শুয়ে পড়েন মহাসড়কে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেখানে সমাবেশও অনুষ্ঠিত হয়।

ক্ষুব্ধ কৃষকেরা জানান, প্রতি কেজি আলু সংক্ষণের জন্য আগে হিমাগারগুলোকে ৪ টাকা ভাড়া দিতে হতো। এবার তা বৃদ্ধি করে ৮ টাকা করা হয়েছে। ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই তারা দ্রুত আগের ভাড়া নির্ধারণের দাবি জানান। তা না হলে আগামীতে তারা কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধের হুমকি দেন।

মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন কৃষকেরা।

এর আগে, ২৬ ডিসেম্বর ও ১২ জানুয়ারি তানোরের গোল্লাপাড়া গ্রামে কোল্ড স্টোরেজে ভাড়াবৃদ্ধির প্রতিবাদে কয়েক হাজার আলুচাষি বিক্ষোভ-সমাবেশ করেন। সমাবেশ থেকে আলুচাষিরা আন্দোলনের ঘোষণা দেন।

তারা বলেন, হিমাগারমালিকরা বর্ধিত ভাড়া প্রত্যাহার না করলে তারা হিমাগারগুলো ঘেরাও কর্মসূচির হুমকি দেন। সেই সঙ্গে তারা স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। পালটা অভিযোগ করে হিমাগার মালিকপক্ষ।

তাদের দাবি, তাদের ছয়টি হিমাগারে ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

রাজশাহী জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, রাজশাহীর হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া ছিল প্রতি কেজি ৪ টাকা। এ জন্য প্রতিবছর কৃষক বা ব্যবসায়ীরা হিমাগারে অগ্রিম বুকিং দিয়ে থাকেন। তবে এবার আলুর আবাদ শুরু হলে আলুচাষি ও ব্যবসায়ীরা বুকিং দিতে গেলে তাদের জানানো হয় প্রতি কেজি আলুর সংরক্ষণ ভাড়া আট টাকা করা হয়েছে। এ নিয়ে আলুচাষিদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

বিজ্ঞাপন

রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করে রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান সেদিন বলেন, ‘গত বছর বস্তা হিসেবে হিমাগারে আলু নেওয়া হয়েছে। ৫০ কেজির বস্তায় ৩৪০ টাকা ভাড়া নেওয়া হয়েছে। এর ফলে কেজি প্রতি সংরক্ষণে খরচ পড়ে প্রায় সাত টাকা। কিন্তু আলুর মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীরা বস্তায় ৭০-৮০ কেজি পর্যন্ত আলু ঢুকিয়ে দেন। ফলে তারা ক্ষতিগ্রস্ত হন। এর পরিপ্রেক্ষিতে এবার আলুর কেজি দরে ভাড়া নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

তিনি বলেন, ‘ব্যাংকের সুদ হারসহ সব খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ অ্যাসোসিয়েশন চলতি মৌসুমে কেজি প্রতি ভাড়া নির্ধারণ করেছে সর্বোচ্চ আট টাকা। এরপরেও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত রয়েছে, এ অ্যাসোসিয়েশনের সদস্যরা এর চেয়েও কম ভাড়ায় তারা নিজস্ব সিদ্ধান্তে আলু সংরক্ষণ করতে পারবেন।’

তথ্যমতে, চলতি মৌসুমে রাজশাহীতে ৩৭ হাজার ৬৬৭ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এই পরিমাণ জমি থেকে ১০ লাখ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাজশাহী জেলায় কোল্ড স্টোরেজ রয়েছে মোট ৩৬টি। এর অধিকাংশই জেলার পবা, তানোর, মোহনপুর, বাগমারা ও দুর্গাপুর উপজেলায় অবস্থিত। এগুলোতে আলুর ধারণক্ষমতা ৯৫ লাখ বস্তা। ওজনের পরিমাপে যা পাঁচ লাখ টন।

সারাবাংলা/ইআ

আলুচাষি চাষিদের বিক্ষোভ রাজশাহী

বিজ্ঞাপন

বগুড়ায় ডাকাত দলের ৭ জন গ্রেফতার
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৭

ফের বাড়ল এলপিজির দাম
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০০

আরো

সম্পর্কিত খবর