চ্যাম্পিয়নস ট্রফির আগে নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৯
অবসরের পর কোচিং নিয়েই মনযোগী ছিলেন তিনি। এরপর এলেন নির্বাচকের দায়িত্বে, গত বছর পেলেন জাতীয় দলের নির্বাচকের দায়িত্বও। তবে হান্নান সরকারের এই ইনিংস স্থায়ী হলো মাত্র এক বছর। বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন হান্নান সরকার।
বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে ভালো করায় গত বছর হান্নানকে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হিসেবে নিয়োগ দেয় বিসিবি। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দল নির্বাচনেও ভূমিকা ছিল তার। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র তিন সপ্তাহ আগে দায়িত্ব ছেড়েছেন হান্নান।
গত রাতে বিসিবির কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন হান্নান। কিন্তু কী কারণে নির্বাচকের পদ ছাড়লেন তিনি? হান্নান জানিয়েছেন, কোচিংয়ে ফিরতেই এমন সিদ্ধান্ত তার, ‘আমি কোচিংয়ে ফিরে যেতে চাইছিলাম। নির্বাচকের দায়িত্বটাও উপভোগ করেছি। কিন্তু আমার মনে হয়েছে কোচিংয়েই আমার পক্ষে বেশি কিছু দেওয়া সম্ভব।’
বিস্তারিত আসছে…
সারাবাংলা/এফএম