Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা বিএনপির কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২২ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৪

আফরোজা খান রিতা। ছবি: সারাবাংলা।

মানিকগঞ্জ: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা বিএনপির ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে এ কমিটি ঘোষণা করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— জেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার, সাবেক যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার।

বিজ্ঞাপন

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খান রিতা ২০১৩ সালে প্রথম বারের সভাপতি নির্বাচিত হন। এর পর ২০২১ সালে ১৪ মার্চে ভোটে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন।

এদিকে, আফরোজা খান রিতাকে আহবায়ক করে মানিকগঞ্জ জেলা বিএনপির ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করায় রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে। এ খবরে জেলার বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

আহবায়ক আফরোজা খান রিতা বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একজন সৈনিক হয়ে দলের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছি। কোনো অপশক্তির কাছে মাথা নত করিনি। সামনের দিনগুলোকে মানিকগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো আরও বেশি সুসংগঠিত করার জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এছাড়া জেলা বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি তার কাছে কৃতজ্ঞ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

আফরোজা খান রিতা বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টি মানিকগঞ্জ মানিকগঞ্জে জেলা বিএনপি

বিজ্ঞাপন

বগুড়ায় ডাকাত দলের ৭ জন গ্রেফতার
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৭

ফের বাড়ল এলপিজির দাম
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০০

আরো

সম্পর্কিত খবর