Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলপথ ও হাইওয়ে সড়কে ব্লকেড প্রত্যাহার তিতুমীর কলেজের শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৪ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৯

রেলপথ ও হাইওয়ে সড়কে ব্লকেড প্রত্যাহার করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল করেছেন। বিশ্ব ইজতেমার কথা চিন্তা করে রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে তিতুমীর কলেজের সামনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আলি আহমদ।

তিনি বলেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে আজ সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। তাদের কথা চিন্তা করে আজকের জন্য আমরা রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছি। কিন্তু নর্থ সিটির ভেতরে অন্য সড়কগুলোতে ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।

আলি আহমদ বলেন, ‘যতগুলো মাধ্যম ছিল সবগুলো মাধ্যমেই আমরা দাবি জানিয়েছি। সেখান থেকে কোনো সাড়া না পেয়ে সর্বশেষ আমরা অনশন কর্মসূচি দেই। আজ অনশনের পঞ্চম দিনে এসেই রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। এখন আমাদের ৩৫ হাজার শিক্ষার্থী দেখছে তাদের ভাইয়েরা এখানে অনশন করে মরে যাওয়ার উপক্রম হয়েছে কিন্তু রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সাড়া দিচ্ছে না।’

এদিকে, বিশ্ববিদ্যালয়ের দাবিতে পঞ্চম দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন সরকারি তিতুমীর কলেজকে শিক্ষার্থীরা। তবে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ দুপুর ১টায় তিতুমীর কলেজের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান সরকারি কর্মচারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাসেল আহমেদ।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

অনশন ও ব্লকেড প্রত্যাহার তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় গঠনের দাবি