‘শুধু তিতুমীর নয়, সাত কলেজ একত্রিত করে বিশ্ববিদ্যালয়ের চিন্তা হচ্ছে’
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৮ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২১
ঢাকা: শুধু তিতুমীর নয়, সাত কলেজকে একত্রিত করে বিশ্ববিদ্যালয়ের চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি এ বিষয়ে কাজ করছে।
রোববার (২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে আলাদা গুরুত্ব দিয়ে কোনো বিশ্ববিদ্যালয় হবে না। এই দাবির কোনো যৌক্তিকতাও নেই।’
ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ‘আমরা অন্তবর্তীসরকার। দাবি-দাওয়া মানতে আসিনি। আমরা কিছু সংস্কার কাজ করছি। সেখানে জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করা যৌক্তিক নয়। ছাত্ররা আন্দোলন করে ভালো, কিন্তু তাদের তো পড়ালেখা করতে হবে। পরীক্ষা না দিলে তো ভবিষ্যৎ সমস্যা হবে।’
প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, ‘দেশে অনেক ঐতিহ্যবাহী কলেজ আছে। যেমন-রাজশাহী কলেজ সবচেয়ে ঐতিহ্যবাহী। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও আগে হয়েছে। তাহলে সেখানেও কি বিশ্ববিদ্যালয় করতে হবে? বর্তমানে প্রায় ৫০ এর উপরে বিশ্ববিদ্যালয় রয়েছে। যার অর্ধেকই হয়েছে গত ৭ বছরে। এসবের বাইরে নতুন বিশ্ববিদ্যালয় চাপ সৃষ্টি করবে। আমরা এমন কোন সিদ্ধান্ত নেব না। যাতে আগামী সরকারের উপর চাপ সৃষ্টি হয়।’
সারাবাংলা/জেজে/আরএস