টিকাটুলিতে মাইক্রোবাসচাপায় নারী নিহত
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৬ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৭
ঢাকা: রাজধানীর টিকাটুলিতে মাইক্রোবাস চাপায় মরিয়ম আক্তার (৩১) নামে এক গৃহবধু নিহত হয়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে টিকাটুলি রাজধানী সুপার মার্কেটের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকাল পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মরিয়ম আক্তারের স্বামী মো. স্বপন মিয়া জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলায়। বর্তমানে টিকাটুলি অভিসার সিনেমা হলের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন তারা। বাসার পাশেই পাশেই স্বপন স্টোর নামে একটি মুদি দোকান রয়েছে তার। তাদের ঘরে দুই সন্তান রয়েছে।
মরিয়মের স্বামী স্বপন বলেন, দুপুরে বাসা থেকে তার দোকানে এসেছিলেন তার স্ত্রী মরিয়ম। সেখান থেকে বাজার করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। কিছু সময় পর মরিয়মের ফোন থেকে কল করে তাকে জানানো হয়, একটি মাইক্রোবাস মরিয়মকে চাপা দিয়েছে। সঙ্গে সঙ্গে স্বপন ঘটনাস্থলে গিয়ে দেখেন, একটি মাইক্রোবাসকে স্থানীয় লোকজন ধরে রেখেছে এবং জানতে পারেন পথচারীরা মরিয়মকে ঢামেকে নিয়ে গেছেন। পরে ঢামেকে মরিয়মকে মৃত অবস্থায় দেখতে পান তিনি।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, টিকাটুলি এলাকা থেকে ওই নারীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, মরিয়মকে মাইক্রোবাস চাপা দিয়েছিল। তার মরদেহ ময়নতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ