ফের বাড়ল এলপিজির দাম
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০০
ঢাকা: এ মাসেও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির দাম। বারো কেজির সিলিন্ডারে ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ১ হাজার ৪৫৯ টাকা।
রোববার (২ ফেব্রুয়ারি) চলতি ফেব্রুয়ারির জন্য দাম নির্ধারণের ঘোষণা দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। নতুন নির্ধারিত দাম এদিন সন্ধ্যা থেকেই কার্যকর হচ্ছে।
এ ছাড়া, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ৭৪ পয়সায় নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত মাসের শুরুতে জানুয়ারি মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছিল এলপিজির দাম।
তবে গত ১৪ জানুয়ারি ওই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে এক হাজার ৪৫৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়।
গত মাসের শুরুতে জানুয়ারি মাসের জন্য ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল অটোগ্যাসের দাম। তবে গত ১৪ জানুয়ারি অটোগ্যাসের দাম ৪৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ২৭ পয়সা পুনর্নির্ধারণ করা হয়। এরপর গত ২২ জানুয়ারি ৪২ পয়সা কমিয়ে নতুন দাম নির্ধারণ হয় ৬৬ টাকা ৮৫ পয়সা।
সারাবাংলা/জেআর/পিটিএম