বগুড়ায় ডাকাত দলের ৭ জন গ্রেফতার
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৭ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৯
বগুড়া: বগুড়া সদর থানা পুলিশ ডাকাতির সরঞ্জাম ও লুন্ঠিত মালামাল সহ আন্তঃজেলা ডাকাতদলের ৭ জনকে গ্রেফতার করেছে। শনিবার (১ জানুয়ারি) দুপুর থেকে রোববার (২ জানুয়ারি) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বগুড়া সদরের এক বাড়িতে ডাকাতি করে পালানোর সময় এক ডাকাত পায়ের স্যান্ডেল সহ কিছু আলামত ফেলে যায়। ফেলে যাওয়া স্যান্ডেলের সূত্র ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে গ্রেফতারকৃত এক জনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। পরে পুলিশী জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ডাকাতির কথা স্বীকার করে বলে পুলিশ জানায়।
গ্রেফতাররা হলো- সুলতান (৪৫), মমিনুর রহমান (৩৪), মুকুল ইসলাম পটল (৪১), রাকিব শেখ (২০), শাকিল শেখ (২৩), আল আমিন (১৯), লাদেন (২২)। এদের বাড়ি বগুড়া, জয়পুরহাট ও কুড়িগ্রাম জেলায়।
পুলিশ জানায়, ২৮ জানুয়ারি দিবাগত রাতে বগুড়া সদরের এরুলিয়া এলাকার কামাল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাত দল হানা দিয়ে মারপিট করে সোনার গহনা ও নগদ টাকা লুট করে। তারা পালিয়ে যাওয়ার সময় স্যান্ডেল ও কাপড়ের ব্যাগ ফেলে রেখে যায়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান শুরু করে।
জেলার বিভিন্ন এলাকায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার (১ জানুয়ারি) ভোর পর্যন্ত ৭ জনকে গ্রেফতার ও লুন্ঠিত মালামাল, ধারাল অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে।
গ্রেফতার বিষয়ে প্রেস ব্রিফিং-এ পুলিশ জানায়, সুলতান নামে এক ডাকাত সদস্য ডাকাতি করে পালানোর সময় স্যান্ডেল ফেলে রেখে যায়। গ্রেফতারের পর তার পায়ের ঐ স্যান্ডেল সঠিক হওয়ায় তার পরিচয় নিশ্চিত করে পুলিশ।
বগুড়া সদর থানার ওসি এস এম মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই ডাকাত দলের অন্যদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
সারাবাংলা/এনজে