Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৬ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫২

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিয়েছে। দলটির জন্য প্রতীক বরাদ্দ করা হয়েছে ‘ফুলকপি’। আদালতের আদেশে দলটিকে নিবন্ধন দেওয়া হলো। এর মধ্য দিয়ে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ এ।

রোববার (২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের (রিট ৬৪৩১/২০২৩) এর গত ১২ ডিসেম্বরের প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে ‘ফুলকপি’। নিবন্ধন নম্বর ৫৪।”

নির্বাচন কমিশন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) নিবন্ধন না দেওয়ায় হাই কোর্টে রিট আবেদনটি করেছিলেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম।

এর আগে, ২০২২ সালের ২৬ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। কিন্তু ১০ এপ্রিল ২০২৩ সালে নির্বাচন কমিশন তাদের আবেদন নামঞ্জুর করে।

নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৩টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল হয়।

তবে ছাত্র-জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি যোগ দেওয়ার পর আদালতের আদেশে নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

এর আগে, সর্বশেষ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে গণসংহতি আন্দোলন। প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বাধীন দলটির প্রতীক হচ্ছে ‘মাথাল’।

জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে বর্তমান ইসির। ইতিমধ্যে রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম নিয়ে নির্বাচন সংস্কার কমিশন বেশকিছু প্রস্তাব দিয়েছে। সংস্কার প্রক্রিয়া শেষেই শুরু হবে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া।

সারাবাংলা/এনএল/ইআ

নিবন্ধন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

বিজ্ঞাপন

সড়ক ছাড়লেন জুলাই আন্দোলনে আহতরা
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৩

আরো

সম্পর্কিত খবর