Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন ভাতা’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩১ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫২

সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসা ভাতা দেওয়ার চিন্তা করছে সরকার। সেইসঙ্গে আরও কিছু ভাতা দেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম।

তিনি বলেছেন, গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি অন্তর্বর্তী সরকার অতি সহানুভূতিপ্রবণ। তাদের বিষয়টি নিয়ে অতি গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।

বিজ্ঞাপন

রোববার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে একথা জানান তিনি।

গণঅভ্যুত্থানে আহত-নিহতদের সহায়তা সংক্রান্ত বৈঠকে আরও বলেন, শহিদদের বিষয়েও সরকার কার্যক্রম শুরু করবে।

তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে আরও বলেন, সেটা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আহতদের বিষয়ে ক্যাটাগরি অনুযায়ী তালিকা হচ্ছে। এ সপ্তাহের মধ্যে সেই তালিকা শেষ করতে পারব।

এ সপ্তাহের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান অধিদফর গঠন হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, অধিদফতরের অধীনে একটা নীতিমালা হচ্ছে। এই নীতিমালার অধীনে সরকার আহত-নিহতদের যাবতীয় সহায়তা দেওয়া হবে এবং ‘সরকার এ কাজগুলো অত্যন্ত সুনিবিড়ভাবে যতটা দ্রুততার সঙ্গে সম্ভব সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমরা মনে করি তাদের এ ত্যাগ ইতিহাসে অমোচনীয় এবং এই গৌরব জাতি সমভাবে তাদের সঙ্গে ধারণ করে। তাদের আত্মত্যাগের গৌরব আমরা অমলিন করে রাখতে চাই। এটা যেন আগামী অনাগত কালেও মানুষকে অনুপ্রাণিত করে।

তিনি বলেন, চলতি অর্থবছর নিহতদের পরিবারকে এককালীন ১০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়া হবে এবং আহতদের বিভিন্ন ক্যাটাগরিতে সহায়তা দেওয়া হবে। আহত-নিহতদের সহায়তার জন্য চলতি অর্থবছর ২৩২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আহতদের আজীবনের জন্য চিকিৎসা এবং অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন।’

বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/ইআ

গণঅভ্যুত্থানে আহত ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

বিজ্ঞাপন

সড়ক ছাড়লেন জুলাই আন্দোলনে আহতরা
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৩

আরো

সম্পর্কিত খবর