Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়নাতদন্ত ছাড়াই দাফন
৬ মাস পর তোলা হলো ছাত্র আন্দোলনে নিহতের লাশ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৭

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে নিহত মো. লেবু শেখের (৪০) লাশ ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে

সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জে দীর্ঘ ৫ মাস ২৭ দিন পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে নিহত মো. লেবু শেখের (৪০) লাশ ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ডুমরাই গ্রামের কবরস্থান থেকে এই লাশ উত্তোলন করা হয়। নিহত লেবু শেখ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের মৃত জয়তুল্লাহ শেখের ছেলে।

গত ৫ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়া থানার সামনে বিক্ষোভ মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান লেবু শেখ। ওই দিন ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. আ.ফ.ম ওবায়দুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই ইদ্রিস আলী ও রায়গঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

রায়গঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক অনুক কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে নিহত লেবু শেখের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি আবার দাফন করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

ছাত্র আন্দোলন লাশ উত্তোলন সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর