Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিরআখড়ায় বোতল বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০১

বোতল বিস্ফোরণে আহত শিশু নুর ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর শনিরআখড়ায় বোতল বিস্ফোরণে নুর ইসলাম (৮) নামে এক শিশুর কবজি থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শনিরআখড়া জাপানি বাজার ৪ নম্বর গলির একটি বাসায় এই ঘটনা ঘটে।

গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) পাঠিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

শিশুটির মা বিউটি আক্তার জানান, তারা শনিরআখড়া জাপানি বাজারের ওই বাসায় ভাড়া থাকে। শিশু নুর ইসলামের বাবা হৃদয় ওরফে টিপু রিকশাচালক। আর সে নিজে অন্যের বাসায় কাজ করেন। তাদের একমাত্র সন্তান নুর ইসলাম।

বিউটি আক্তার আরও জানান, বিকেলে বাসার আশপাশে খেলছিল শিশুটি। তখন ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে পারফিউমের বোতলের মতো প্লাস্টিকের একটি বস্তু নিয়ে আসে। সেটি তার মাকে দেখায় এবং বলে, এটির ভিতর পানি দিলে আগুন জ্বলবে। তখন তার মা সেটি দ্রুত ফেলে দিতে বলে। তবে মায়ের কথা না শুনে সে নিজেই বাথরুমে গিয়ে বোতলের ভেতর পানি ভরে এরপর রুমের সামনে খেলছিল। এ সময় বিকট শব্দে সেটি বিস্ফোরণ হয়। দৌড়ে এসে তিনি দেখেন, শিশুটির ডান হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে হাত থেকে। সঙ্গে সঙ্গে স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

তিনি বলেন, ‘যেই বস্তুটি নিয়ে এসেছিল সেটি অনেকটা পারফিউমের বোতলের মতো দেখতে। তবে আদতেও সেটি কী তা বলতে পারছি না। বস্তুটি বাসায় রেখে এসেছি।’

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, শিশুটির ডান হাতের কবজির থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শনিরআখড়া এলাকা থেকে ওই শিশুটিকে স্বজনরা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা জানান, খেলার সময় বিস্ফোরণে ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

কবজি বিচ্ছিন্ন টপ নিউজ বোতল বিস্ফোরণ শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর