Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক ছাড়লেন জুলাই আন্দোলনে আহতরা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৩ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৬

ঢাকা: জুলাই আন্দোলনে আহত ও পঙ্গু শিক্ষার্থীরা সাত দফা দাবির বাস্তবায়ন চেয়ে দিনব্যাপী অবরোধ শেষে সড়ক ছেড়েছেন। এতে রাজধানীর শ্যামলী-আগারগাঁও সড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে সড়কের উভয় পাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সড়ক ছেড়ে পঙ্গু ও চক্ষু হাসপাতালে চলে যান আন্দোলনকারীরা।

এর আগে, রোববার সকাল সাড়ে ১১টার দিকে শ্যামলী থেকে আগারগাঁওমুখী সড়কের উভয় পাশে অবস্থান নেন। সাত দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীনরা। সে সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও ঘোষণা দিয়েছিলেন তারা।

সড়কের উভয় পাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

তারও আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন আন্দোলনে আহতরা।

তাদের সাত দফা দাবিগুলো হলো-

১. ২৪ এর যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার,

২. ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণপূর্বক গ্রেফতার,

৩. আহতদের কেটাগরী সঠিকভাবে প্রণয়ন,

৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন,

৫. আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করা,

৬. আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং

৭. আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টা সুসংহত করা।

রোববার সচিবালয়ে এক আলোচনা অনুষ্ঠানের পর মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম সাংবাদিকদের বলেন, অভ্যুত্থানে আহত- নিহতদের পরিবারকে আজীবন সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ‘গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন ভাতা’

আন্দোলনে আহত তীব্র যানজট

বিজ্ঞাপন

একটু ভালো আছেন ফরিদা পারভীন
২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৯

আরো

সম্পর্কিত খবর