Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় ‘দর্শন পরিবারের’ দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৩

কুমিল্লায় ‘দর্শন পরিবারের’ দ্বিতীয় পুনর্মিলনী।

কুমিল্লা: কুমিল্লায় দর্শন পরিবারের দ্বিতীয় পুনর্মিলনী এবং স্মরণিকা ‘প্রজ্ঞালোক’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেলড্রসহ নানা আয়োজনে শনিবার (১ ফেব্রুয়ারি) কুমিল্লা সরকারি কলেজ প্রাঙ্গনে পুনর্মিলন অনুষ্ঠিত হয়।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক দর্শনের দ্বিতীয় পুনর্মিলনীর উদ্বোধন ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নূরুর রহমান খাঁনের সভাপতিত্বে ও কুমিল্লা সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শারমিন জামান ও তাইমুর হোসেন ভূঁইয়া সজিবের সঞ্চালনায় আলোচনা পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলম, কুমিল্লা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দা বিলকিস আরা বেগম, কুমিল্লা টিচার ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী আক্তার, কুমিল্লা ভাষাসৈনিক অজিতগুহ কলেজের প্রিন্সিপাল মো. শরীফুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন দর্শনের দ্বিতীয় পুনর্মিলনী কমিটির আহবায়ক কুমিল্লা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান।

স্মৃতিচারণ পর্বে বক্তব্য দেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক লিয়াকত আলী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম, পরশুরাম সরকারি কলেজের প্রিন্সিপাল একেএম হারেস, সাবেক অধ্যাপক মো. শাহজাহান, চৌয়ারা আদর্শ কলেজের সাবেক প্রিন্সিপাল এএইচ এম শহীদুল্লাহ, টিচার ট্রনিং কলেজ ঢাকা’র উপাধ্যক্ষ অধ্যাপক ড. এজেডএম ওবায়দুল্লাহ, প্রফেসর সোহরাব হোসেন, অধ্যাপক একেএম হারেস, নবীনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আহসান পারভেজ, অধ্যাপক আজহারুল ইসলাম ভূঁইয়া, অধ্যক্ষ আবু সেলিম ভূঁইয়া, অধ্যক্ষ উমর ফারুক চোধুরী, অধ্যক্ষ জেসমিন আক্তার, অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, নাঙ্গলকোট কলেজের প্রভাষক মো. মাইনউদ্দিন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাজ্জাদুল কবির, ব্যাংকার আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক মোজাফফর আহমদ, সহকারী অধ্যাপক পিজুস কুমারসরকার, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া সরকার, অ্যাডভোকেট আনিসুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী রৌশন আরা, বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী এনামুল হক সবুজ, সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা নাবিলা হালিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী মিঠু মজুমদার, নারী উদ্যোক্তা ইয়াসমিন আক্তার বিউটি, নারী উদ্যোক্তা ফারহানা আফরোজ সিমা, প্রাক্তন শিক্ষার্থী বিবেক আনন্দ সাহা, সুমন দাস, রেদুয়ান আহামেদ, সাহেদুল হক, সৈয়দ আহমদ টুটুল, আবুল কালাম আজাদ, সৌদি প্রবাসী মেহেদী হাসান, ব্যাংকার সালাউদ্দিন, রুনী, নিশু, বুবলী, মৌসুমী, মোস্তফা, মিহির ও জনি প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্মরণিকা ‘প্রজ্ঞালোক’ প্রকাশ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অধ্যাপক আহসান পারভেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজের প্রভাষক হোসনে মোবারক, প্রাক্তন শিক্ষার্থী পপি, শিক্ষার্থী সানজিদা এবং আমন্ত্রিত সংগীত শিল্পীরা।

অনুষ্ঠানের ধারাবাহিকতা রক্ষা করে ভবিষ্যতেও এমন অনুষ্ঠান করার দাবি তুলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ইতালি প্রবাসী তপন খান এবং উপস্থিত সকলে এ প্রস্তাবে সমর্থন জানান। সবশেষে র‌্যাফেল ড্র’তে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

সারাবাংলা/এসআর

কুমিল্লা কুমিল্লায় ‘দর্শন পরিবার’ দ্বিতীয় পুনর্মিলনী

বিজ্ঞাপন

দর্শনার্থী অনেক, ক্রেতা কম
২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২১

পডকাস্টে আলমগীর
২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর