চট্টগ্রামে ‘ওটিএ ক্লাবের’ আত্মপ্রকাশ, ফুটবল টুর্নামেন্ট আয়োজন
২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে অনলাইন ট্রাভেল এজেন্সিতে কর্মরতদের সংগঠন ‘চিটাগং ওটিএ ক্লাব’ আত্মপ্রকাশ করেছে। প্রথম কর্মসূচি হিসেবে দু’দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন ক্লাব কর্মকর্তারা।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে ‘ওটিএ সুপার লীগ-২০২৫’র ট্রফি উন্মোচন হয়েছে।
ওটিএ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্র (৭ ফেব্রয়ারি) ও শনিবার নগরীর হালিশহরে দ্যা গ্রীন ফিল্ড টার্ফে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) এবং অ্যাভিয়েশন প্রতিষ্ঠানের মোট ১২টি দল এতে অংশ নেবে। টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হিসেবে আছে নূর এ ফাতেমা হজ্জ কাফেলা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এয়ার গ্যালাক্সি চট্টগ্রাম স্টেশন ইনচার্জ মোহাম্মদ আসিফ চৌধুরী, এমিরেটস এয়ারলাইন্স চট্টগ্রাম ব্রাঞ্চের ম্যানেজার এ এইচ সিদ্দিকি এবং এয়ার এরাবিয়ার কান্ট্রি হেড জনাব ইকরামুল কবির রিয়াজ। এছাড়াও উপস্থিত ছিলেন ফ্লাইহাব বাংলাদেশের জেনারলে ম্যানেজার একরামুল হক, বিডিফেয়ার লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার মনোজিত সেন গুপ্ত, সেবার বাংলাদেশের ডেপুটি ম্যানেজার মনজুর মোরশেদ চৌধুরী।
অনুষ্ঠানে ট্রফি উন্মোচনের পাশাপাশি ক্লাব কর্মকর্তাদের পরিচয় করে দেয়া হয়েছে।
চিটাগং ওটিএ ক্লাবের সভাপতি হিসেবে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রেস ও মিডিয়া সম্পাদক মারোয়ান আল নাছির, অর্থ সম্পাদক মো. আরিফ মাইনুদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দিন নিজাম ও দফতর সম্পাদক হিসেবে আছেন মো. এহেসানুল করিম মাসুম।
এছাড়া ক্লাবের কো-অর্ডিনেটর করা হয়েছে তিনজনকে। এরা হলেন- আদনান রহমান বাপ্পী, মোহাম্মদ ইকরাম আলী দিপু এবং এস এম সাইমন মাহমুদ।
চিটাগং ওটিএ ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আমাদের ওটিএ ক্লাবের লক্ষ্য হলো একসঙ্গে কাজ করা, জ্ঞান বিনিময় করা এবং একে অপরকে সহযোগিতা করা। এ উদ্যোগের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে, নতুন আইডিয়া নিয়ে কাজ করতে এবং ট্রাভেল সেক্টরের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই। আমাদের ভিশন হলো চট্টগ্রামের তথা বাংলাদেশের ট্রাভেল ইকোসিস্টেমকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’
সারাবাংলা/আরডি/এসআর