Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকারকে ৯ দাবি মানার হুঁশিয়ারি মানবাধিকার কমিশনের

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫১ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৫

প্রেস ক্লাবে জাতীয় মানবাধিকার কমিশনের সংবাদ সম্মেলন। ছবি: সারাবাংলা

ঢাকা: অন্তর্বর্তী সরকারকে মানবাধিকার কর্মীদের নিরাপত্তাসহ নয়টি দাবি আগামী চার সপ্তাহের মধ্যে মেনে নেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক নির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রেজাউল মোস্তফা।

এ সময় কাজী রেজাউল মোস্তফা বলেন, ‘২০২৩ সালের ১১ জুন বিএইচআরসি অফিস চলাকালে এনএইচআরসি’র একদল সন্ত্রাসী পুলিশকে সঙ্গে নিয়ে বিএইচআরসি অফিসে হামলা চালায় এবং লুট করার পর অফিসে তালা ঝুলিয়ে দেয়। ডিবি পুলিশের ইন্সপেক্টর মাসুদ রানার নেতৃত্বে স্থানীয় পুলিশ, এনএইচআরসি এর পালিত সন্ত্রাসী চক্র এবং স্থানীয় কতিপয় সিভিল প্রশাসনের লোকজন একত্রিত হয়ে মানবাধিকার কর্মীদের ওপর সারাদেশে নির্যাতন শুরু করে। এনএইচআরসি’র নির্মম অত্যাচারে বিএইচআরসি’র আটজন কর্মী গ্রেফতার হওয়ার তিন মাস পর জামিন পেলেও বিএইচআরসি এর সেক্রেটারি জেনারেলকে এক বছরের অধিক সময় কারা ভোগ করতে হয়।’

বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৯ দফা দাবি হলো –

১. অন্তবর্তী সরকারকে অবশ্যই একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে ক্ষতিগ্রস্ত মানবাধিকারকর্মী যথাক্রমে নিহত, নিখোঁজ এবং আহতদের নামের তালিকা তৈরি করে আইনগত ব্যবস্থা নিতে হবে।
২. জাতীয় মানবাধিকার কমিশনকে ভেঙে একটি উচ্চ পুনর্গঠন কমিটি গঠন করে নতুনভাবে জাতীয় মানবাধিকার কমিশনের আইন প্রণয়ন করতে হবে।
৩. এনএইচআরসিকে নিরপেক্ষ ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে হবে।
৪. নির্যাতিত মানবাধিকারকর্মীদের উপযুক্ত ক্ষতি পূরণ দিতে হবে।
৫. অন্তর্বর্তী সরকারকে প্রশাসনিক হস্তক্ষেপে স্থগিত রেজিস্ট্রেশনগুলো পূর্ণ বহাল করতে হবে।
৬. স্বৈরাচার সরকারের দোসর সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ফরমায়েশি বিচাপতি ও বিচারকদের তালিকা তৈরি করে অবিলম্বে তাদের অপসারণ করতে হবে।
৭. মৃত্যুদণ্ড আইন বাংলাদেশে বাতিল বা রোহিত করতে হবে।
৮. যাবৎজীবন কারাদণ্ড আইন সংশোধন করতে হবে।
৯. ৯০ কর্মদিবসের মধ্যে বিচার কার্য সম্পূর্ণ করতে হবে।

বিজ্ঞাপন

সরকার এই দাবিগুলো না মানলে আগামী চার সপ্তাহ পর বিএইচআরসি সারাদেশ ও বিদেশের শাখাগুলো মানববন্ধন, অবস্থান ধর্মঘট এবং স্মারকলিপি পেশ করবে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

৯ দাবি টপ নিউজ মানবাধিকার কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর