Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজতেমার ২ কিমির মধ্যে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৮ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৫

বিশ্ব ইজতেমা

গাজীপুর: বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকার দুই কিলোমিটারের মধ্যে যেকোনো প্রকার ড্রোন ও ড্রোন ক্যামেরা ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা ২০২৫ চলমান রয়েছে। বিশ্ব ইজতেমা দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হয়। উক্ত মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকার দুই কিলোমিটারের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) অনুমতি ব্যতীত ২ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন ও ড্রোন ক্যামেরা অথবা ভিডিওসহ অন্য কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস উড়ানো বা ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে সরকারি সংস্থা কর্তৃক বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন ব্যবহারের সংখ্যা ও ড্রোন উড্ডয়নের সময় সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিটিএসবিকে আগে জানানোর জন্যও অনুরোধ করা হয়।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ড্রোন নিষেধাজ্ঞা বিশ্ব ইজতেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর