মুক্তারপুর সেতুতে ট্রাকচাপায় শ্রমিক নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৯
২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৯
মুন্সীগঞ্জ: জেলার সদর উপজেলার মুক্তারপুরে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন মো. মোস্তাকিম (৪০) নামের এক শ্রমিক। এ সময় দু’টি ট্রাক আটক করেছে স্থানীয়রা।
রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে পশ্চিম মুক্তারপুরে সেতুর টোলপ্লাজর সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম স্থানীয় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করতেন এবং স্ত্রী ও দুই সন্তান নিয়ে পশ্চিম মুক্তারপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি খুলনায়।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। স্থানীয়রা দু’টি ট্রাক আটক করে রেখেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সারাবাংলা/পিটিএম