Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চায় ইসলামী দলগুলো

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২১

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে আলোচনা। ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে আলোচনা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সভাপতিত্বে এ আলোচনা সভা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি শরাফ উদ্দীন, মাওলানা তাফাজ্জুল হোসেন মিয়াজী, মাওলানা ফয়সাল আহমদ ও মাওলানা আবুল হাসানাত জালালী।

ইসলামী আন্দোলনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও কে এম আতিকুর রহমান।

সভায় উভয় দলের নেতারা আগামী জাতীয় নির্বাচনে ইসলামিক দলগুলোর ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করে ভোটে অংশগ্রহণের জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে ঐক্যমত পোষণ করেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

ইসলামী দল ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর