Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ
তুরাগ তীরে আসতে শুরু করেছেন মুসল্লিরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৯ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ০১:০৭

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের জন্য প্রস্তুত তুরাগ তীর। ছবি: সারাবাংলা

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এরই দ্বিতীয় ধাপের ইজতেমার প্রস্তুতি নিতে শুরু করেছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের অনুসারীরা।

রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত শেষ করে প্রথম পর্বের প্রথম ধাপে ইজতেমায় আসা মুসুল্লিরা ময়দান ত্যাগ করেছেন। এর পর পরই দ্বিতীয় ধাপে যারা অংশ নেবেন তারা আসতে শুরু করেছেন। বিভিন্ন গেইট দিয়ে দ্বিতীয় পর্বের মুসল্লিরা প্রবেশ করে নিজ নিজ খিত্তায় চলে যাচ্ছেন।

বিজ্ঞাপন

প্রথম পর্বের দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য ময়দান পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। এই ধাপে ৪০টি খিত্তায় অংশ নেবেন- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সীগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলা। এই ধাপে অংশ নেবেন ঢাকার একাংশসহ ২২টি জেলা মুসল্লিরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা।

তাবলিগ জামাতের শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘ইজতেমা ময়দানে এরই মধ্যে ৭৬টি দেশের প্রায় তিন হাজার বিদেশি মুসল্লি অবস্থান করছেন। তারা দ্বিতীয় ধাপের ইজতেমা শেষ করে যার যার দেশে ফিরে যাবেন।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন বলেন, ‘বিদেশি মেহমানদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টেই সাধারণ ডাইরির ব্যবস্থা নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

তুরাগ তীর মুসল্লিরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর