Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসনাত আব্দুল্লাহর অনুরোধে চলে গেছেন জুলাই আন্দোলনে আহতরা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০৭ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪২

জুলাই আন্দোলনে আহতদের শান্ত করার চেষ্টা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর অনুরোধে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে চলে গেছেন জুলাই আন্দোলনে আহতরা।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে যমুনার প্রধান ফটক ছাড়তে দেখা যায় তাদের। তার আগে দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনে আহতরা।

কিছুক্ষণ পরই তাদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি আহতদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় তারা সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। অবশ্য পরে হাসনাতের কথায় তারা আশ্বস্থ হয়ে ফিরে যান।

আরও পড়ুন: ব্যারিকেড ভেঙে যমুনার সামনে জুলাই আন্দোলনের আহতরা

এরও আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার পথে পুলিশি বাধায় রাজধানীর শাহবাগ এলাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

তার আগে গত শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে মিরপুর রোডের উভয় পাশে অবস্থান নিয়ে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিক্ষোভ শুরু করেন আন্দোলনে আহতরা। আর রোববার তারা দিনভর আগারগাঁও ও শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের অনেকেই সঠিক চিকিৎসা পাচ্ছেন না। জুলাই ফাউন্ডেশন থেকে সহায়তা পাওয়ার ধীরগতি নিয়েও ক্ষোভ রয়েছে। তাদের- দাবি দ্রুত সুচিকিৎসা দিতে হবে, প্রয়োজনে বিদেশে পাঠাতে হবে।

সারাবাংলা/পিটিএম

অনুরোধ আহতরা জুলাই আন্দোলন টপ নিউজ হাসনাত আব্দুল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর