কনকাশন সাব বিতর্ক- ভারতের হয়ে আইসিসির পক্ষপাত?
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৩
ভারতের ম্যাচে আম্পায়ারিং নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে আবারও দেখা গেল অদ্ভুতুড়ে এক ঘটনা। অলরাউন্ডার শিভাম দুবের পরিবর্ততে কনকাশন সাব হিসেবে পেসার হার্শিত রানার মাঠে নামা নিয়েই ক্ষুব্ধ ছিল ইংল্যান্ড। এই ঘটনায় এবার মুখ খুললেন আইসিসির বিখ্যাত ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তিনি বলছেন, আইসিসির উচিত পক্ষপাত ও দুর্নীতি থেকে দূরে থাকা।
আরও পড়ুন- ইংল্যান্ডের বিপক্ষে ১২ জন নিয়ে খেলেছে ভারত?
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-২০তে আগে ব্যাটিংয়ে নেমে ১৮১ রান তুলেছিল ভারত। ফিল্ডিংয়ের ৯ম ওভারে কনকাশনের কারণে মাঠ ছাড়েন দুবে। তার পরিবর্তে মাঠে নামেন হার্শিত রানা। মাঠে নেমে দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট নিয়ে ভারতের জয়ের নায়ক বনে গিয়েছেন তিনিই।
আর এতেই চটেছে ইংল্যান্ড শিবির। ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক বলছেন, ভারত কনকাশন সাবের নিয়ম না মেনেই রানাকে মাঠে নামিয়েছিল। ভারত আসলে ১২জন নিয়ে খেলেছে, এমন ক্ষোভের কথাই জানিয়েছেন তিনি। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ এই ব্যাপারে তার সাথে কোনো আলোচনা করেননি বলেই অভিযোগ ছিল বাটলারের।
৬২২ ম্যাচ পরিচালনা করা ব্রড আইসিসির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ম্যাচ পরিচালনা করা রেফারি। তবে গত বছর তাকে রেফারিদের প্যানেলে রাখেনি আইসিসি। ব্রডের দাবি ছিল, তাকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছে।
সেই ব্রড এবার রানা ইস্যুতে বলছেন, আইসিসির উচিত পক্ষপাতমূলক আচরণ বন্ধ করা, ‘এই ব্যাপারে আমার কিছুই বলার নেই। এই ধরনের পরিস্থিতি থামাতে স্বাধীন ম্যাচ অফিশিয়ালসদের আনা হয়েছিল। আইসিসি কেন পক্ষপাত ও দুর্নীতির বাজে দিনগুলিতে ফিরে যাচ্ছে?’
সারাবাংলা/এফএম