ঝালকাঠিতে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০২ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪১
বরিশাল: পূর্ব শত্রুতার জেরে ঝালকাঠির রাজাপুরে আবুল বাসার (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল বাসার ওই গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে৷
নিহতের স্বজনরা জানান, পাশ্ববর্তী ইন্দ্রপাশা গ্রামের নাজমুল হাসান খানের সঙ্গে আবুল বাসারের পূর্ব শত্রুতা ছিল৷ সন্ধ্যায় নাজমুল হাসান দক্ষিণ সাউথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ধারালো অস্ত্র দিয়ে শরীরে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দেখে আবুল বাসারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক ডা. তমাল হালদার তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক (আরএমও) ডা. তমাল হালদার বলেন, আবুল বাশারের ডান হাতে, বাম কাঁধের পেছনের দিকে, পেটে ও বুকে বেশ কয়েকটি ধারালো অস্ত্রে আঘাত ছিল। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার মৃত্যু হয়েছে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসডব্লিউ