Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন কিস্তিতে দেওয়া হবে রাজশাহী ক্রিকেটারদের পাওনা টাকা

স্পোর্টস ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২০ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪১

অবশেষে টাকা পাচ্ছেন রাজশাহীর ক্রিকেটাররা

দুর্বার রাজশাহীর পাওনা টাকা নিয়ে বিপিএলের পুরোটা সময়জুড়েই হয়েছে নাটক। গ্রুপ পর্ব থেকে এরই মাঝে রাজশাহী বিদায় নিলেও এখনো নিজেদের পাওনা বুঝে পাননি তাসকিন আহমেদরা। টাকা না নিয়েই দেশ ছেড়েছেন ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা। অবশেষে নিজেদের পাওনা টাকা পাচ্ছেন রাজশাহীর ক্রিকেটাররা। এক বৈঠকের পর দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে নিশ্চিত করেছেন, এই মাসের মাঝেই তিন কিস্তিতে পরিশোধ করা হয়ে ক্রিকেটারদের পাওনা টাকা।

রাজশাহীর ক্রিকেটারদের পাওনা টাকা নিয়ে চলা নাটক গড়িয়েছে অনেকদূর। দলের বিদায়ের পরেও বিদেশি ক্রিকেটাররা গতকাল হোটেলেই অবস্থান করেছেন টাকার জন্য। শেষ পর্যন্ত টাকা না নিয়েই দেশ ছেড়েছেন সবাই। এমন অবস্থায় গতকাল রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টিতে হস্তক্ষেপ করেছে।

বিজ্ঞাপন

মন্ত্রনালয়রের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিপিএল ২০২৫ কে ঘিরে বিসিবি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায় থেকে এ আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে আন্তরিক প্রয়াস প্রতীয়মান হলেও, টুর্নামেন্টটির ফ্রাঞ্চাইজি দুর্বার রাজশাহী তার দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সঙ্গে একের পর এক চুক্তি লঙ্ঘন করে টুর্নামেন্ট তথা রাষ্ট্রের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করেছে।তাদের এমন অপেশাদার কর্মকান্ড গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রচার হলে বিষয়টি নিষ্পত্তিকল্পে ফ্রাঞ্চাইজি মালিকের সঙ্গে আলোচনায় বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টা মহোদয়কে ২ ফেব্রুয়ারীর মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবে আলোর মুখ দেখেনি, বরং গণমাধ্যমে উঠে এসেছে অনিয়মের নানান অভিযোগ। বিভিন্ন মাধ্যম থেকে ফ্রাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে মামলা করার খবরও কানে আসলে, দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরো গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাবার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার।

এমতাবস্থায়, দলটির এমন টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে ৩ ফেব্রুয়ারী প্রথম প্রহরে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে। সঙ্কট নিরসনে সমাধান জানতে চাইলে, নিজের দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারী ২০২৫ তথা তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি।

এছাড়াও, প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সকলেই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দেন শফিক। অন্যথায়, তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানিয়েছেন তিনি। তাছাড়া বিপিএলে নানা অনিয়মের আদ্যোপান্ত অনুসন্ধানে কাজ করছে একটি সত্যানুসন্ধান কমিটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

সারাবাংলা/জেআর/এফএম

দুর্বার রাজশাহী বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর