Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও সহকারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৮ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১০

বিরামপুরে রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও সহকারি নিহত হয়েছেন

দিনাজপুর: জেলার বিরামপুরে রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে পাথর বোঝাই ট্রাক। এ সময় নিহত হয়েছেন ট্রাকের চালক ও সহকারী। এর ফলে সড়ক পথে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার রাস্তায় যানযটের সৃষ্টি হয়েছে যেখানে আটকা পড়েছে ৫০০ থেকে ৭০০ যানবাহন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১টায় দিনাজপুরের বিরামপুরের রেলগুমটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- ট্রাক চালক মাহাবুব হোসেন (৩১) ও তার সহকারী আরিফুল ইসলাম। তারা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর এলাকার বাসিন্দা।

ওসি ফখরুল বলেন, পঞ্চগড় থেকে পাথর বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাবার পথে বিরামপুর রেলক্রসিং এলাকায় আসলে গেইটম্যানের দায়িত্বের অবহেলায় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটি। এতে ঘটনাস্থলে চালক নিহত হলেও চিকিৎসা নিতে দিনাজপুর মেডিকেল যাবার পথে সহকারীরও মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। পরবর্তী সময়ে গেইটম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ

ট্রেনের ধাক্কা দিনাজপুর নিহত বিরামপুর রেল স্টেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর