Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল ২ জনের

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৮ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৭

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৬২) ও বিবি রহিমা (৫৬)। তারা নিকটাত্মীয় এবং মাইক্রোবাসটির যাত্রী ছিলেন।

এদের মধ্যে আনোয়ার ঘটনাস্থলে মারা যান। রহিমাকে হাসপাতালে নেওয়ার পর দুপুরে মারা গেছেন।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আবসার সারাবাংলাকে জানিয়েছেন, নারায়নগঞ্জ থেকে মাইক্রোবাসে করে একই পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা মিলে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। ফৌজদারহাট এলাকায় সামনে চলন্ত একটি ড্রাম ট্রাকের পেছনে মাইক্রোবাসটি গিয়ে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে আনোয়ার হোসেন মারা যান। অন্যান্যদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। দুপুরে রহিমাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/আরডি/ইআ

বিজ্ঞাপন

তাঁরার হাট বসিয়েও বিদায় রংপুরের
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২১

আরো

সম্পর্কিত খবর