Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে মা-মেয়েকে হতাহতের ঘটনায় ৪ জন গ্রেফতার, ১০ লাখ টাকা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৬

নরসিংদীতে মা-মেয়েকে হতাহতের ঘটনায় গ্রেফতার চারজন। ছবি: সারাবাংলা।

নরসিংদী: নরসিংদীর শেখেরচরে ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি (১৩) নামে এক কিশোরীকে হত্যা ও মাকে আহতের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। এ সময় লুট হওয়া ১০ লাখ ১ হাজার টাকাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান। এর আগে নরসিংদী, ফরিদপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, ঢাকা ও বরিশালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর জেলার পাঁচই এলাকার বাসিন্দা মো. রমজান শেখ ওরফে লিমন (২২), তার ভাই হাসিবুর রহমান শান্ত (৩১), নেত্রকোনার গন্ডা এলাকার বাসিন্দা মো. কাউছার মিয়া (২০) ও নাটোর জেলার চর গোয়াশ এলাকার বাসিন্দা মো. ইমন আলী (২১)। তারা শেখেরচর এলাকায় বাসাভাড়া নিয়ে থাকতেন।

পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, গ্রেফতারকৃতরা ঢুকে মোটা অংকের টাকা লুট করতে পূর্বপরিকল্পিতভাবে শেখেরচর এলাকার মোফাজ্জল হোসেনের বাড়িতে ঢুকে। এসময় ৭ বছরের প্রতিবন্ধী শিশু সন্তানকে বাথরুমে আটক রাখে তারা। পরে বাসায় থাকা টাকা লুট করার সময় বাধা দিলে গৃহবধূ আসমা বেগম ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী সুমনা আক্তার তিথিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে তিথীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত মা আসমা বেগম ঢাকার একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। লুট হওয়া ১০ লাখ ১ হাজার টাকা জব্দ করা হয়। তারা
আদালতে দেওয়া জবানবন্দিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ সুপার।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে গৃহকর্তা মোফাজ্জল হোসেন ঘরে ঢুকে স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সারাবাংলা/এসআর

গ্রেফতার টাকা উদ্ধার নরসিংদী পিবিআই মা-মেয়েকে হতাহত

বিজ্ঞাপন

বইমেলা: একাল সেকাল
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২১

আরো

সম্পর্কিত খবর