দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু, চলছে বয়ান
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৭ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০১
গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে বাদ ফজর শুরু হয়েছে শূরায়ে নেজামের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। ইজতেমার নিয়মানুযায়ী প্রথম দিন বাদ ফজর থেকে মুসল্লিদের উদ্দেশ্যে আমবয়ান শুরু করা হয়। কিন্তু এই (দ্বিতীয়) ধাপে নিয়মানুযায়ী ব্যতিক্রম।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও এ ধাপে বাদ যোহর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বুধবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত।
বিশ্ব ইজতেমার শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, মুরব্বিদের পরামর্শক্রমে পরবর্তী কার্যক্রম শুরু হবে।
দ্বিতীয় ধাপে ৪০টি খিত্তায় অংশ নেবেন- ঢাকার একাংশসহ যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ, বান্দরবান ২২টি জেলার মুসল্লিরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেন, মুসল্লিদের নিরাপত্তায় সাদা পোশাকে পুলিশ কাজ করছে। মাঠে ঢুকলে মনে হবে আইনশৃঙ্খলা বাহিনী নেই। তবে পোশাকে নয়, সাদা পোশাকে তারা ডিউটি করছে। মুসল্লিদের সঙ্গে মিশে সাদা পোশাকে ডিউটির ফলে সকল তথ্য আমরা সহজেই পাচ্ছি।
সারাবাংলা/ইআ