নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৫
নাটোর: নাটোরে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বনবেলঘড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার কুরিয়া লাউহাটি এলাকার রবি মিয়ার ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, আজ বেলা ১১টার দিকে আবুল হোসেন তার মোটরসাইকেল যোগে রাজশাহীর দিক থেকে নাটোরে আসছিলেন। পথে নাটোর রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের নিচে চাপা পড়ে আবুল হোসেন মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাস, মোটরসাইকেল এবং মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
ওসি মাহবুবুর রহমান আরও জানান, এই দুর্ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এসডব্লিউ