সিরিয়ায় গাড়িতে বোমা বিস্ফোরণে ১৫ শ্রমিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৮ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৩
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৮ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৩
উত্তর সিরিয়ায় কৃষি শ্রমিকদের গাড়িতে বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জনই নারী। দেশটির উদ্ধারকর্মী সংস্থা সিরিয়া সিভিল ডিফেন্সের (হোয়াইট হেলমেটস) বরাতে পাওয়া এ তথ্য সোমবার (৩ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসি প্রচার করেছে।
সংস্থাটির মতে, আলেপ্পোর পূর্বে অবস্থিত মানবিজ শহরের উপকণ্ঠে বিস্ফোরণটি ঘটে। এতে আরও ১৫ জন নারী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে এটি ছিল মানবিজ অঞ্চলে তিন দিনের মধ্যে দ্বিতীয় প্রাণঘাতী গাড়ি বোমা হামলা।
এর আগে, শনিবার (১ জানুয়ারি) শহরের কেন্দ্রস্থলে আরেকটি বিস্ফোরণে দুই শিশু ও এক নারীসহ চারজন নিহত হন বলে জানিয়েছে হোয়াইট হেলমেটস।
সারাবাংলা/এনজে