Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনস্টাগ্রাম দ্বীপে তিন দিনে ২০০ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫১ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১০

সান্টোরিনি দ্বীপ বা ইনস্টাগ্রাম দ্বীপ জনপ্রিয় দ্বীপপুঞ্জগুলোর একটি

গ্রিসের অন্যতম পর্যটন নগরী সান্টোরিনি দ্বীপ বা ইনস্টাগ্রাম দ্বীপে তিনদিনে পরপর প্রায় ২০০ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে অসংখ্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে রোববারের মধ্যে, সান্টোরিনি এবং আমোরগোসে অন্তত ২০০ টির ভূমিকম্প শনাক্ত করা হয়েছে। এসব ভূমিকম্পের মধ্যে সর্বোচ্চ ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পও ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার কর্তৃপক্ষ জানিয়েছে, আতঙ্কের ফলে সান্টোরিনিতে স্কুলগুলো বন্ধ থাকবে। এ ছাড়াও নিকটবর্তী এজিয়ান দ্বীপপুঞ্জ আনাফি, আইওস এবং আমোরগোসেও স্কুল বন্ধ থাকবে।

চলমান পরিস্থিতিতে কর্তৃপক্ষ দ্বীপটির বাসিন্দাদের বৃহৎ অভ্যন্তরীণ সমাবেশ এবং ফিরা বন্দরসহ একাধিক বন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

দ্বীপটি ও এর আশপাশে ছোট ছোট দ্বীপগুলো বড় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জন্য পরিচিত। তবুও সান্টোরিনি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় দ্বীপপুঞ্জগুলোর একটি। প্রতিবছর এখানে অসংখ্য পর্যটক ঘুরতে যান। এর জনসংখ্যা প্রায় ২০ হাজার। কিন্তু ২০২৩ সালে ৩৪ লাখ দর্শনার্থী এখানে এসেছিলেন।

প্রায় ৩,৬০০ বছর আগে সবচেয়ে বড় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে তৈরি অর্ধচন্দ্রাকার ক্যালডেরার জন্য বিখ্যাত এই ছুটির গন্তব্যটিকে গ্রিসের “ইনস্টাগ্রাম দ্বীপ” বলা হয়।

সারাবাংলা/এইচআই

ইনস্টাগ্রাম দ্বীপ গ্রিস ভূমিকম্প সান্টোরিনি দ্বীপ

বিজ্ঞাপন

মহাখালীতে রেলপথে বিজিবি মোতায়েন
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৯

আরো

সম্পর্কিত খবর