Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইক্রোবাসে চড়ে ‘ডাকাতিতে’ বের হওয়া ১১ জন গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৭ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় মাইক্রোবাসে চড়ে ‘ডাকাতির উদ্দেশে’ বের হওয়া ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে মীরসরাই পৌরসভার পশ্চিম মীরসরাই পাকা রাস্তার মাথা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতার ১১ জন হল- একরামুল হক (২৭), ইসমাইল হোসেন তুহিন (২৩), ওমর ফারুক (২৪), এমরান হোসেন (২৭), জাহাঙ্গীর আলম আজাদ (৪৫), কলিম উদ্দিন প্রকাশ কালো ধন (৪২), জামিল হোসেন জেবল (৩৬), ইকবাল হোসেন (৩৫), আরিফুল ইসলাম রিমন(২৭), সাদিক হোসেন (২২) এবং খাইরুল ইসলাম (২৯)। এদের সবার বাড়ি মীরসরাই উপজেলার বিভিন্ন গ্রামে।

তাদের কাছ থেকে ধারালো অস্ত্রশস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার ১১ জনসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মীসরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি-ডাকাতির অভিযোগে আরও ২৩টি মামলার তথ্য পাওয়া গেছে।

সারাবাংলা/আরডি/ইআ

বিজ্ঞাপন

মহাখালীতে রেলপথে বিজিবি মোতায়েন
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৯

আরো

সম্পর্কিত খবর