Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উবার চালানোর আড়ালে ছিনতাই চক্র, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৭ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৯

ঢাকা: রাজধানীর তুরাগে ছিনতাইয়ের ১২ ঘণ্টার মধ্যে ইতালিয়ান নাগরিকের পাসপোর্ট, মোবাইল ও টাকা উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। এ সময় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- উবার মোটরসাইকেল চালক মো. খোরশেদ আলম (২৮) ও মো. শাহিন মিয়া (২২)।

রোববার (২ ফেব্রুয়ারি) তুরাগ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর ইতালি থেকে একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি বিমানবন্দরের সামনে থেকে একটি উবার মোটরসাইকেল ভাড়া নিয়ে উত্তরা পশ্চিম থানার ১৯নং সেক্টরের প্রবাসী হোস্টেলে যাওয়ার উদ্দেশে রওনা করেন। মোটরসাইকেল চালক ইতালিয়ান নাগরিককে হোস্টেলে না নিয়ে গিয়ে তুরাগ থানাধীন ১৫নং সেক্টরের ১নং মেট্রোরেল স্টেশন সংলগ্ন ব্রীজের পাশে নিয়ে যায়। সেখানে ইতালিয়ান নাগরিককে তার অপর এক সহযোগীর সহায়তায় ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক তার সাথে থাকা ইতালিয়ান পাসপোর্ট, একটি আইফোন ১৩ মোবাইল, একটি আইফোনের চার্জার, একটি ম্যাকবুক চার্জার, ইতালিয়ান পরিচয়পত্র, ব্যাংক কার্ড, সুগন্ধি, ইতালিয়ান বই ও নগদ ৫০ ইউরো ছিনিয়ে নেয়।

এই ঘটনায় ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর তুরাগ থানায় একটি মামলা করেন। পরে ১২ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী উবার মোটরসাইকেল চালক মো. খোরশেদ আলমকে শনাক্ত করে তুরাগ থানার পাকুরিয়া হাসুর বটতলা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে ছিনতাইকাজে সহায়তাকারী মো. শাহিন মিয়াকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তারা উবার মোটরসাইকেল চালকের বেশ ধারণ করে নির্জন জায়গায় নিয়ে ভয়-ভীতি দেখিয়ে যাত্রীদের টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এমএইচ/আরএস

উবার মোটরসাইকেল চালক ছিনতাই চক্র ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর