জাতি-ধর্ম নির্বিশেষে সবার জন্য নিরাপদ শহর গড়তে হবে: চসিক মেয়র
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৫
চট্টগ্রাম ব্যুরো: জাতি-দল-ধর্ম-মত নির্বিশেষে সবার জন্য ‘নিরাপদ ও সুন্দর’ চট্টগ্রাম শহর গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড় ক্যাম্পাসে স্বরস্বতী পূজা উপলক্ষ্যে আয়োজিত ‘বাণী অর্চনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এই সম্প্রীতি বজায় রাখার জন্য বাণী অর্চনাসহ আরও যেসব অনুষ্ঠান আছে, সেগুলো যেন সব শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটি জায়গায় সুন্দরভাবে করার পরিবেশ আমরা বজায় রাখতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি ক্লিন সিটি-গ্রিন সিটির কথা বারবার বলছি। ক্লিন সিটি-গ্রিন সিটি মানে শুধু নালা, খাল-বিল পরিষ্কার করা নয়। আমি এটাও বলছি যে, চট্টগ্রাম শহরে জাতি-দল-ধর্ম-মত নির্বিশেষে সবাই যাতে নিরাপদ ও সুন্দর থাকে, এভাবেই এ শহরকে গড়ে তুলতে হবে।’
নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, ‘কলম হচ্ছে তরবারির চেয়ে অনেক বেশি শক্তিশালী। সুতরাং যে শিক্ষাটা আমরা দিচ্ছি, সেটা যেন একজন শিক্ষার্থীকে নৈতিক বোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম এবং রেজিস্ট্রার মো. ইফতেখার মনির।
এ সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক তানজিনা আলম চৌধুরী, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশ, বাণী অর্চনা পরিষদের আহ্বায়ক সহযোগী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস, সদস্য সহযোগী অধ্যাপক হারাধন কুমার মহাজন, সহযোগী অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস, রাজিব দত্ত, সঞ্জয় বিশ্বাস, বিদ্যুৎ কান্তি নাথ এবং হিল্লোল সাহা।
সারাবাংলা/আরডি/এইচআই