Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলেনর স্যান্ডার্সের সঙ্গে ড. মঈন খানের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫২ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪০

বিএনপি’র স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি’র সদস্য ড. আব্দুল মঈন খান এবং যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স – (ফাইল ছবি)

ঢাকা: ঢাকায় সফররত যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্সের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি’র স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি’র সদস্য ড. আব্দুল মঈন খান।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় বৃটিশ হাইকমিশনারের বাসায় এ বৈঠক হয়। বৈঠকে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য এলেনর স্যান্ডার্স রোববার (০২ ফেব্রুয়ারি) ঢাকায় এসেছেন। অন্তর্র্বর্তী সরকার গঠনের পর থেকে যুক্তরাজ্য আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিত এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের এজেন্ডাকে সমর্থন করছে।

রোববার ঢাকায় পা রেখে এলেনর বলেন, ‘‘আমরা জবাবদিহিতা এবং ন্যায়বিচার, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, লিঙ্গ সমতা এবং শ্রম অধিকারের মতো বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয়গুলোতে যুক্তরাজ্য-বাংলাদেশ সহযোগিতা আরও জোরদার করার আশা রাখি।’’

বাংলাদেশে তিনদিনের সফরে এলেনর ন্যায়বিচার ও জবাবদিহিতা, মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা নিয়ে সরকারের উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। এরই মধ্যে মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন এলেনর।

এছাড়া যুক্তরাজ্য সরকারের অর্থায়নে সেবাদান ও সুরক্ষা কার্যক্রম তদারকি করতে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করবেন এলেনর স্যান্ডার্স।

সারাবাংলা/এজেড/আরএস

ড. আব্দুল মঈন খান যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর