Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালীতে রেলপথে বিজিবি মোতায়েন

স্পেশাল করেসপডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৯ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩১

মহাখালীর পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে

ঢাকা: রাজধানীর মহাখালীতে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয় তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা গত কয়েক দিন ধরে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছেন। মহাখালীর পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল পৌঁনে ৪টার দিকে রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর পরপরই বিজিবির সদস্যরা রেললাইনের পাশে অবস্থান নেন।

বিজ্ঞাপন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মূলত মহাখালী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিজিবি মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে বিজিবি কাজ করবে বলেও জানান তিনি।

মহাখালীতে রেলপথ অবরোধের ফলে ঢাকাগামী কোনো ট্রেন কমলাপুরে প্রবেশ করতে পারছে না আবার কমলাপুর থেকেও কোনো ট্রেন ছেড়ে যেতে পারছে না।

অন্যদিকে মহাখালীতে সড়কপথ অবরোধের ফলে মহাখালী-ময়মনসিংহ সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজট দেখা দিয়েছে। গাড়িগুলো সড়কে থমকে রয়েছে। মহাখালী থেকে জাহাঙ্গীর গেইট, মহাখালী থেকে তেজগাঁও এবং মহাখালী থেকে রেডিসন পর্যন্ত সড়কের উভয় পাশে যানবাহনগুলো থমকে রয়েছে।

ট্রাফিক পুলিশ বলছে, ‘যানজট তীব্র আকার ধারণ করেছে। কোথাও কোথাও সবকিছু থমকে আছে। বিকল্প সড়ক ব্যবহারের জন্য যাত্রীদের আহ্বান করা হচ্ছে।’

গুলশান বিভাগের পুলিশের উপ-কমিশনার তারেক মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের গতিবিধির ওপর খেয়াল রাখছি। তাদের বুঝিয়ে আন্দোলনটা তিতুমীরের সামনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোনোভাবেই তারা মানছেন না। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এইচআই

তিতুমীর কলেজ মহাখালীতে রেলপথ অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর