Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৫

টেক্সটাইল মিলের অগ্নিকাণ্ডে আগুন নেভানোর কাজ করেছেন ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা

নরসিংদী: নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়ায় একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের পাশে মরিয়ম টেক্সটাইল মিলের অভ্যন্তরে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে মরিয়ম টেক্সটাইল মিলের অভ্যন্তরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নরসিংদী ও মাধবদীর ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টার ফলের আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে ভিতরে থাকা কাপড়, সুতাসহ মেশিনারিজের ব্যপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে মিল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মো. রফি জানান, খবর পেয়ে মাধবদী ও নরসিংদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে প্রাথমিকভাবে কারখানায় ক্ষয়ক্ষতির পরিমান কিংবা অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এসব বিষয়ে আলোচনা করে ঘটনার বিষয়ে জানানো হবে বলে জানান উপ-পরিচালক।

সারাবাংলা/এনজে

৪ সেপ্টেম্বর থেকে শুরু টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের ২০তম আন্তর্জাতিক প্রদর্শনী অগ্নিকাণ্ড নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর