Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথা ভেঙ্গে জবির সরস্বতী পূজাতে নারী পুরোহিত

জবি করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪২

প্রথা ভেঙ্গে পুরুষ পুরোহিতের বদলে পুজা করছেন নারী পুরোহিত

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিদ্যার দেবী সরস্বতীর বন্দনায় নারী পুরোহিতের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সমাদৃতা ভৌমিক এবার পুরোহিত্য করছেন তার বিভাগের পূজার মন্ডপে। গত বছরও এমন আয়োজন করেছিলো ইংরেজি বিভাগ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান ভবন-১ এর সামনে ইংরেজি বিভাগের পূজা মন্ডপে এ চিত্র দেখা যায়।

বিজ্ঞাপন

নারীর পৌরহিত্যের বিষয়টি বেশ সারা ফেলেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী, শিক্ষক সহ সনাতনীরা।

ইংরেজি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী মহাশ্বেতা রায় মিতু বলেন, ‘আমাদের পূজার অন্যতম উদ্দেশ্য বিদ্যার দেবীর আরাধনা। বিদ্যার ক্ষেত্রে নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই, তাই পূজার ক্ষেত্রেও থাকা উচিত নয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘গত বছর প্রথমবারের মতো নারী পুরোহিতের মাধ্যমে পূজা হয়েছিল, এবারও সেই ধারা বজায় রেখেছে ইংরেজি বিভাগ।’

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৩টি বিভাগ, দুটি ইনস্টিটিউট, চারুকলা অনুষদ এবং ছাত্রী হল থেকে পৃথক পৃথকভাবে ৩৭টি মণ্ডপে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। পূজা দেখতে ভীড় জমাচ্ছেন পুরান ঢাকা ও আশেপাশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা।

সারাবাংলা/এনজে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরোহিত সরস্বতী পূজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর