Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিন্ডিকেট ভাঙতে সর্বদলীয় কমিটি গঠনের উদ্যোগ নিন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৩ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।

ঢাকা: চাঁদাবাজি বন্ধ ও সিন্ডিকেট ভাঙতে সর্বদলীয় কমিটি গঠনের উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।

সোমবার (ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

আতাউর রহমান বলেন, ‘‘আগের মতোই চাঁদাবাজি ও সিন্ডিকেট বিদ্যমান রেখে বাণিজ্য উপদেষ্টা রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা রক্ষা করা কতটুকু সম্ভব? জুলাই বিপ্লবের পরও চাঁদাবাজি এবং সিন্ডিকেট করে ভোক্তা সাধারণের টাকা হাতিয়ে নিচ্ছে একটি দুষ্টচক্র। প্রতিদিন বেপরোয়া চাঁদাবাজি ও দখলদারীর সংবাদে দেশের মানুষ হতবাক। এখনো যদি চাঁদাবাজি ও সিন্ডিকেট অব্যাহত থাকে, তাহলে হাজারো মানুষ জীবন দিয়েছে কীসের জন্য?’’

তিনি বলেন, ‘‘চাঁদাবাজি ও সিন্ডিকেট তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বন্ধ করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে চাঁদাবাজি বন্ধ ও সিন্ডিকেট ভাঙতে সর্বদলীয় কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে সরকারকে।’’

সারাবাংলা/এজেড/এসআর

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিন্ডিকেট

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর