Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দর মাফিয়াদের হাতে দেওয়ার ষড়যন্ত্র চলছে— জামায়াত নেতা শাহজাহান

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৭ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৩

মতবিনিময় সভায় জামায়াত নেতা শাহজাহান। ছবি: সারাবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কন্টেইনার টার্মিনালকে (সিসিটি) পরিচালনার জন্য বেসরকারি খাতে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে হুঁশিয়ার করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর দেওয়ানবাজারের ইসলামিক একাডেমি-বিআইএ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘ ও শ্রমিক কল্যাণ ফেডারেশন এ মতবিনিময় সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘আশাতীত সাফল্যের পরও দেশের প্রধান সমুদ্র বন্দর ৫০ হাজার শ্রমিক কর্মচারীর রুটি রুজির এ বন্দরের প্রাণ-স্পন্দন সিসিটি ও এনসিটি টার্মিনাল স্বার্থান্বেষী মহলের লোলুপ দৃষ্টিতে পড়েছে। আজ বিদেশি বিনিয়োগের কথা বলে এ বন্দরকে মাফিয়া ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বন্দরের সকল শ্রেণি-পেশার শ্রমিক-কর্মচারীদের নিয়ে সিসিটি ও এনসিটি প্রাইভেটাইজেশনে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করা হবে।’

তিনি আরও বলেন, ‘সিসিটি ও এনসিটি নতুন নির্মিত কোনো টার্মিনাল নয়। বর্তমানে এখানে দেশি-বিদেশি বিনিয়োগের কোনো সুযোগ বা প্রয়োজন নেই। অত্যাধুনিক কনটেইনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট দ্বারা সুসজ্জিত ও সাফল্যের সঙ্গে পরিচালিত সিসিটি ও এনসিটি থেকে গত অর্থ বছরে আয় হয়েছে ১ হাজার ৩৬৭ কোটি টাকা। কনটেইনার হ্যান্ডলিংয়েও আগের সকল রেকর্ড ভঙ্গ করে নতুন রের্কড সৃষ্টি হয়েছে।’

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নগর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, সদরঘাট থানা আমীর এম এ গফুর, শ্রমিক কল্যাণ ফেডারেশন নগর সেক্রেটারি আবু তালেব ও বন্দর শ্রমিক কর্মচারী কল্যাণ পরিষদের আহবায়ক মো. হেলাল উদ্দিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এসআর

চট্টগ্রাম বন্দর জামায়াত জামায়াত নেতা শাহজাহান ষড়যন্ত্র সিসিটি

বিজ্ঞাপন

মেলার তৃতীয় দিনে নতুন বই এসেছে ৩২টি
৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর