Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৪ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৩

দুমড়েমুচড়ে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশা। ছবি: সারাবাংলা।

রাজশাহী: রাজশাহীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনায় হতাহত সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পবা উপজেলার নতুন কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিহত দুজন হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের তকিবুল ইলামের ছেলে ইব্রাহিম (২৭) ও একই উপজেলার মাটিকাটা গ্রামের রহিম মুন্সির ছেলে মারুফ (২৫)।

রামেক হাসপাতাল কর্তৃপক্ষ এ দুজনের নাম-পরিচয় নিশ্চিত করেছে। আহত পাঁচজনের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- রাজশাহীর পবা উপজেলার ধর্মহাটা গ্রামের রইচ উদ্দিনের ছেলে লিটন মিয়া (৪০) ও গোদাগাড়ী উপজেলার বলিয়াডাইং গ্রামের আবদুল কাদেরের ছেলে রাসেল (২৪)। অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রাজশাহীর দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে চলে যায়। এরপর সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এসে ঘটনাস্থলে কাউকে পাইনি। হতাহতের খবর নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা গেছেন বলে শুনেছি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

সারাবাংলা/এসআর

বাসের ধাক্কায় নিহত ২ রাজশাহী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

মেলার তৃতীয় দিনে নতুন বই এসেছে ৩২টি
৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর