Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেসিআই ঢাকা ডায়নামিকের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৬

জেসিআই বাংলাদেশের ২০২৫ ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ সহ সংগঠনটির ন্যাশনাল কমিটির নেতারা

ঢাকা: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ডায়নামিকের ২০২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাদিবা নূর জার্নাস।

শনিবার (০১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের গুলশানে লেকশোর হাইটসে জেসিআই ঢাকা ডায়নামিকের বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৫ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২৫ ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ সহ সংগঠনটির ন্যাশনাল কমিটির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন- ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট (আইপিএলপি) ইশতিয়াক এইচ খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) অরূপা দত্ত, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) কেএম নকিবুল বারি, মো. মোসাব্বির হোসাইন ও মানাস মালিক, সেক্রেটারি জেনারেল (এসজি) মাহিম এজাজ, ট্রেজারার রেহনুমা নওরীন প্রেমা এবং জেনারেল লিগ্যাল কাউন্সেল(জিএলসি) মাহফুজুল হক আকন্দ।

কমিটিতে আরও রয়েছেন- ডিরেক্টর সৈয়দ মো. ইয়াসিন আলম, এক্সিকিউটিভ এসিস্ট্যান্ট টু লোকাল প্রেসিডেন্ট কানিজ ইসমাত জেরিন এবং কমিটি চেয়ার জামিউল হাসান।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের ২০২৫ কেপিআই অ্যান্ড অ্যাওয়ার্ড কমিটি চেয়ার ও ২০২৩ সালের জেসিআই ঢাকা ডায়নামিকের লোকাল প্রেসিডেন্ট ইশরাত শারমিন শিমু।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এর সদর দফতর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ৩৫টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এইচআই

জেসিআই ঢাকা ডায়নামিক

বিজ্ঞাপন

মেলার তৃতীয় দিনে নতুন বই এসেছে ৩২টি
৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর