Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসঙ্গতি সরিয়ে এনবিআর পুনর্গঠনের সুপারিশ করেছে টাস্কফোর্স

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৭ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১২

ঢাকা: বিদ্যমান নানা অসঙ্গতি সরিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পুনর্গঠনের সুপারিশ করেছে ‘অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণ সংক্রান্ত টাস্কফোর্স কমিটি’। একইসঙ্গে এনবিআরকে শুধু রাজস্ব সংগ্রহের দিকে মনোযোগ না দিয়ে নানা ধরনের উদ্ভাবনকে ক্রমাগত উৎসাহিত করারও পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার ( ৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে টাস্কফোর্স কমিটির সংবাদ সম্মেলনে এমন সুপারিশ করা হয়। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং টাস্কফোর্সের সভাপতি ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ড. কে এ এস মুর্শিদ এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

টাস্কফোর্সের প্রতিবেদনে অর্থনীতি, ব্যাংক, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে এসব বিষয়ে করণীয় সুপারিশ দেওয়া হয়েছে।

টাস্কফোর্সের সুপারিশমালায় বলা হয়েছে, এনবিআর তদারকি কমিটি; বেসরকারি খাত, সুশীল সমাজ ও সরকারের আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে অবিলম্বে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা উচিত। এনবিআর-এর অসঙ্গতি সরানো এবং কীভাবে এনবিআরকে পুনর্গঠন করা যায়- সে বিষয়ে প্রধান উপদেষ্টার গুরুত্ব দেওয়া উচিত। কাস্টমস, ভ্যাট এবং ট্যাক্স সম্পর্কিত অসঙ্গতিপূর্ণ, স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক নীতিগুলো অপসারণ উচিত। এনবিআর থেকে নীতি উদ্ভাবন, যেমন ব্যাক-টু-ব্যাক এলসি এবং বন্ডেড ও্যারহাউস সিস্টেম আরএমজি শিল্পকে রূপান্তরিত করেছে। এই সমস্ত উদ্ভাবনী কাজ আরও থাকা উচিত এনবিআর-এর পুনর্গঠনে।

সারাবাংলা/জেজে/আরএস

অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণ সংক্রান্ত টাস্কফোর্স কমিটি’ এনবিআর

বিজ্ঞাপন

মেলার তৃতীয় দিনে নতুন বই এসেছে ৩২টি
৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর