Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে মামলা নেওয়ার ব্যবস্থা চালু করতে প্রধান উপদেষ্টার নির্দেশ

স্পেশাল করেসপডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২১ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১২

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ঢাকা: সারা দেশে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চপর্যায়ের এক বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাকালে এ নির্দেশ দেন তিনি।

বর্তমানে এজাহার বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দায়ের করতে নিকটস্থ থানায় যেতে হয়।

অধ্যাপক ইউনূস বলেন, ‘পুলিশের একটি ডেডিকেটেড কল নম্বর সেট করা উচিত (যেমন ৯৯৯), যাতে অভিযোগকারীরা দেশের যেকোনো প্রান্ত থেকে একটি প্রথম ও প্রাথমিক তথ্য প্রতিবেদন দাখিল করতে পারেন।’

আইজিপি বাহারুল আলমকে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইনে এফআইআর ফাইলিংয়ের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এতে মামলা করার সময় ঝামেলার সম্মুখীন হওয়া কমাবে।’ এ ছাড়া পুলিশ প্রধানকে অনলাইনে মামলা দায়েরের বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি ডেডিকেটেড কল সেন্টার স্থাপনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, ‘যাদের অনলাইনে মামলা দায়ের করতে গিয়ে বুঝতে অসুবিধা হবে, তারা যেন সহজেই কল সেন্টার থেকে সাহায্য নিতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন— স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বকশ চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি।

সারাবাংলা/ইউজে/ এইচআই

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অনলাইনে মামলা প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

মেলার তৃতীয় দিনে নতুন বই এসেছে ৩২টি
৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর