Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর শিক্ষা সচিব যা বললেন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৪ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৩৩

ঢাকা: সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাংবাদিকদের বলেন, চলমান সমস্যা নিরসনে সরকারের পক্ষ থেকে আমাদের পাঠানো হয়েছে।

আমরা প্রায় দুই ঘণ্টাব্যাপী তিতুমীর কলেজের অধ্যক্ষের কক্ষে বৈঠক করেছি। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল, কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে যুগ্ম সচিব মো. নুরুজ্জামান আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন—

১. চলতি শিক্ষা বর্ষের ভর্তি পদ্ধতি অধিভূক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে নাকি আলাদা সাত কলেজকে নিয়ে হবে তা দ্রুত জানানো হবে। এরপর সরকার যে সিদ্ধান্ত নেবে তাই করা হবে।

২. ছাত্রদের আবাসিক ভবন ও গাড়ি সংকট দূর করতে ডিএমপি ও রাজউকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৭ দিনের মধ্যে যানবাহনের বিষয়টি সমাধান করা হবে।

৩. শিক্ষার্থীর আসন সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে দাবিতে। যৌক্তিক পর্যায়ে যাতে ভর্তি করা যায় সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

৪. দুটি বিষয় খোলার বিষয়ে দাবি করা হয়েছ। ওই দুটি সাবজেক্ট খোলার ব্যাপারে জোর গুরুত্ব দেওয়া হবে।

৫. আগামী ৭ দিনের মধ্যে পিএইচডি ডিগ্রীধারী শিক্ষক মন্ডলীকে (১৫ জন) তিতুমীর কলেজে বদলির ব্যবস্থা করা হবে।

৬. ১৫২ জন নতুন শিক্ষকের যাতে পদ সৃষ্টি করা যায় সে বিষয়ে তড়িৎ পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

৭. শিক্ষার মান যাতে আরও উন্নত হয় সে বিষয়ে অধ্যক্ষকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেওয়া হবে। সেই কমিটি নিজেদের মতো করে শিক্ষার মান উন্নয়নে কাজ করবে। সেখানে ছাত্র প্রতিনিধিরাও থাকতে পারে।

আরেকটা বিষয় হচ্ছে সেমিষ্টার সিস্টেমের কথা বলা হয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এখনো রয়েছে। তবে এটি যাতে করা হয় সেজন্য কমিটিগুলো কাজ করবে। যাতে এটি আন্তর্জাতিক মানের একটি শিক্ষা প্রতিষ্ঠানে রুপ নেয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে এ সভা হয়।

সভায় তিতুমীর কলেজের অধ্যক্ষসহ তিন অধ্যাপক, শিক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা এবং গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার উপস্থিত রয়েছেন। এছাড়া তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ১২ শিক্ষার্থী বৈঠকে অংশ নেন।

এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাখালীতে রেলপথ অবরোধ করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত রেলকর্মীরা লাল পতাকা দেখিয়ে রেললাইন ধরে সামনের দিকে এগিয়ে যান। পরে লাইনে উপকূল এক্সপ্রেস ট্রেনের চালক লাল পতাকা দেখে ধীরে ধীরে ট্রেনের গতি থামিয়ে মহাখালী রেলগেটের কাছাকাছি এসে ট্রেনটি থামাতে সক্ষম হন। পরে ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি মহাখালী থেকে ফিরিয়ে নেওয়া হয়।

সারবাংলা/ইউজে/এসআর

শিক্ষা সচিব যা বললেন শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক সরকারি তিতুমীর কলেজ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

মেলার তৃতীয় দিনে নতুন বই এসেছে ৩২টি
৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর