Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলার তৃতীয় দিনে নতুন বই এসেছে ৩২টি

ঢাবি করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

মেলায় বাড়ছে বইপ্রেমীদের আগমন। ছবি: সারাবাংলা

ঢাকা: অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ। প্রতিবছরের মতো এবারও নানা রঙ-বেরঙে সেজেছে বইমেলা। দিন দিন বাড়ছে বইপ্রেমী মানুষদের আগমন। আর বইপ্রেমীদের তৃষ্ণা মেটাতে তৃতীয় দিন বাজারে নতুন বই এসেছে ৩২টি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ অফিসে কথা বলে এ তথ্য পাওয়া যায়। বইয়ের তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি এসেছে কাব্যগ্রন্থ।

রাহনুমা প্রকাশনীর আজকের প্রকাশিত নতুন বইয়ের তালিকার প্রথমে আছে- ‘হৃদয়ের কথা শুনিতে ব্যাকুল’ নামক বইটি। বইটির পরিকল্পনা ও গ্রন্থনা করেছেন আহমাদ সাব্বির। বইটি মূলত একটি সাক্ষাৎকারধর্মী বই। যেখানে উঠে এসেছে জনপ্রিয় পাঁচ লেখকের সাক্ষাৎকার। লেখকেরা হলেন- সাইফ সিরাজ, সাবের চৌধুরী, মুহিম মাহফুজ, ইমরান রাইহান ও সালাহউদ্দীন জাহাঙ্গীর। বইটিতে রয়েছে ভাষারাজনীতি ও সাহিত্যযাত্রা।

ফরহাদ মাজহারের লেখা ‘গণপ্রতিরক্ষা’ বইটি প্রকাশ করেছে ‘আগামী প্রকাশনী। এটি মূলত রাজনীতিবিষয়কবই। িযেখানে লেখক দেখাতে চেয়েছেন, বর্তমান পৃথিবীতে যুদ্ধের মধ্যে একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো ওই দেশের জনগণ। লেখক বিভিন্ন সময়ের উদ্ধৃতি দিয়ে জনগণকে প্রতিরক্ষার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।

সারাবাংলা/এআইএন/পিটিএম

নতনু বই বইমেলা ২০২৫

বিজ্ঞাপন

মেলার তৃতীয় দিনে নতুন বই এসেছে ৩২টি
৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর